সন্তোষ কুমার মণ্ডল,রানীগঞ্জঃ– ছাগলকে খাওয়ানোর জন্য গাছ থেকে পাতা পাড়তে গিয়ে বিপত্তি। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির রেল গেটের কাছে। মৃত ব্যক্তির নাম সোনা বাউরি (৫৫)। তিনি রানীগঞ্জ থানার গীর্জাপাড়া কাঠগাদার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে বল্লভপুর রেল গেটের কাছে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তখনও ওই ব্যক্তির পরিচায় জানা যায়নি। পরে মৃতের পরিবারের লোকজন তার খোঁজ শুরু করলে পুলিশ মারফত খবর পেয়ে জেলা হাসপাতালে পৌঁছে দেহ শনাক্ত করেন।
পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায় প্রতিদিন বেলার দিকে সোনা বাউড়ি ছাগলের পাতা পাড়তে বেরোতেন। এদিনও প্রতিদিনের মতোই বেরিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফেরেননি। কিন্তু এতদূরে যে তিনি ছাগলের জন্য পাতা পাড়তে যেতে পারেন, তা বাড়ির লোকেরা ভাবতে পারছেন না।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এদিন গাছ থেকে পাতা পাড়তে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন সোনা বাউড়ি এবং তার মৃত্যু হয়। শনিবার সকালে তার দেহের ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রে খবর।