সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ডাম্পারের তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক সাইকেল আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে আসানসোলের রানিগঞ্জ থানার সাহেবগঞ্জ মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৪৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বাঁকুড়া জেলার মেজিয়া ব্রিজ থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিলো ১৮ চাকার একটি ডাম্পারটি। সেই সময় রানিগঞ্জ থানার সাহেবগঞ্জ মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে এক সাইকেল চালক পিছন দিক থেকে ডাম্পারের সামনে চলে আসে এবং ডাম্পারের তলায় চাপা পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সাইকেল চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পুলিশ ১৮ চাকার ডাম্পার সহ চালককে আটক করে। পুলিশ জানায় মৃত সাইকেল চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত করা হয়।





