সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে দামোদরে তলিয়ে গেলেন ইসিএলের এক খনি কর্মী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘেটেছে বুধবার দুপুরে রানিগঞ্জে। মৃত খনি কর্মীর নাম অভিজিৎ মন্ডল( ২৫), জামুড়িয়ার কুনুস্তোরিয়ার বাসিন্দা। ইসিএলের সোনপুর বাজারি এরিয়ার কর্মী।
জানা যায়, বুধবার দুপুরে অভিজিৎ মন্ডল রানিগঞ্জ থানার বাঁশরার বাসিন্দা তাঁর চার বন্ধুদের সঙ্গে রানিগঞ্জের একটি বেসরকারি পাম্প হাউসের অদূরে দামোদর নদে স্নান করতে যান। স্থানীয় সূত্রে জানা যায় ওই জায়গায় নদীর জলের মধ্যে ঘুর্ণি রয়েছে। আর সেখানেই স্নান করতে নামেন অভিজিৎ ও তাঁর বন্ধুরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অভিজিৎ ওই ঘূর্ণির টানে তলিয়ে যায়। খবর পেয়ে রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ি ও মেজিয়া থানার পুলিশ এলাকায় পৌঁছয় ও যুবকের খোঁজে তল্লাশি শুরু করে। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরও যুবকের হদিশ মেলেনি। অবশেষে ডেকে পাঠানো হয় ডিজাস্টার্স ম্যানেজমেন্টের বিশেষ উদ্ধারকারী দলকে। তাঁরা স্পিড বোট নিয়ে খোঁজ শুরু করে। অন্ধকার নেমে যাওয়ায় তল্লাশি বন্ধ হয়ে যায়। পরে আলোর ব্যবস্থা করে রাত আটটা নাগাদ ফের তল্লাশি শুরু হয়। যদিও যুবকের খোঁজ মেলেনি।





