সংবাদদাতা,আসানসোলঃ- অভিনব উপায়ে প্রতারণা করে বৃদ্ধার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনা রানীগঞ্জের খাটু শ্যাম মন্দির সংলগ্ন এলাকার। ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার সকালে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির শ্যাম মন্দির লাগোয়া সদানন্দ চক্রবর্তী লেন দিয়ে স্থানীয় এক বৃদ্ধা যাচ্ছিলেন। সেই সময় অপরিচিত দুই ব্যক্তি নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেও ও বৃদ্ধাকে দ্রুত তার সোনার গয়না খুলে ফেলার নির্দেশ দেয়। তারা জানায় যে সামনেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে। সমস্ত এলাকায় জানানো হয়েছে যে সোনার গয়না পরে এলাকায় ঘোরাফেরা করা যাবে না। সেজন্য গয়না খুলে ভরে নিতে হবে। এই বলেই একজন তার হাতে থাকা দুটি সোনার বালা, গলার সোনার চেন ও একটি আংটি খুলে একটি কাগজের মোড়কে মুড়ে ফলে ও বৃদ্ধার হাতে দিয়ে চলে যায়। কিছুদূর যেতেই ওই বৃদ্ধা লক্ষ্য করেন কাগজের মোড়কের মধ্যে প্লাস্টিকের কিছু চুড়ি ও সামগ্রী রয়েছে। সঙ্গে সঙ্গে বৃদ্ধা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরই তিনি পাড়া-প্রতিবেশী ও পরিজনেদের বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল (টু) বিমান কুমার মৃধা। এলাকার সিসিটিভিক ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





