eaibanglai
Homeএই বাংলায়জুয়ার আসর থেকে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকা, ধৃত ৭

জুয়ার আসর থেকে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকা, ধৃত ৭

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- জুয়ার আসরে অর্তকিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ। ঘটনায় ৭ জনকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয় প্রায় ১০ লক্ষ টাকা।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে রানিগঞ্জ থানা এলাকার বাঁশড়া অঞ্চলের একটি ধাবায় হানা দেয় পুলিশ। সেখানে জুয়ার বোর্ড থেকে ১০ লক্ষ ৩ হাজার ১০০ টাকা বাজেয়াপ্ত করে। একইসঙ্গে আটক করা হয় ১০ সেড প্লেয়িং কার্ড ও আটটি মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা সকলে আসানসোল ও দুর্গাপুর এলাকার বাসিন্দা। দুর্গাপুরের সঞ্জীব সাহা ওরফে বাবিন, গোবর্ধন রেড্ডি আসানসোলের মঙ্গলপুরের বাসিন্দা সুরজিৎ সানা, এনএসবি রোডের বাসিন্দা বীরেন্দ্র কুমার বাজাজ ওরফে বীরেন্দ্র, জামুরিয়া বাজার এলাকার বাসিন্দা, কালিপ্রসাদ জয়সওয়াল, রানীগঞ্জ এলাকার বাসিন্দা সৎপাল সিং ওরফে পালি,মোহাম্মদ শাহজাদা ওরফে এমডি।

বুধবার পুলিশ ধৃতদের সকলকে আসানসোল জেলা আদালতে পেশ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments