সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের রানিগঞ্জের জেকে নগর এলাকার বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায় নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট”) বা মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় দেশের সেরার স্বীকৃতি পেল। প্রসঙ্গত ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত কল্যাণ জুন মাসে নিটের রেজাল্ট বেরোনোর পর একটু আশাহত হয়েছিল, আশানুরূপ র্যাঙ্ক না হওয়ায়। তাই সে তার রেজাল্ট রিভিউ করার আবেদন জানিয়েছিল। আর তাতেই হল কিস্তি মাত। রিভিউ রেজাল্ট আসতে দেখা যায় শুধু র্যাঙ্কই করেনি রানিগঞ্জের এই মেধাবী ছাত্র বরং সে দেশের মধ্যে প্রথম হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৭২০ র মধ্যে ৬৮৬ । পদার্থবিদ্যা, রসায়ন ও বায়োলজি তিনটি বিষয়েই ৯৯ শতাংশের বেশি নম্বর পেয়েছেন সে।
এহেন কৃতী পড়ুয়ার সঙ্গে কথা বলতে চেয়েছেন দেশর রাষ্ট্রপতিদ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে কল্যাণের পরিবারের সঙ্গে। জানা গেছে আগামী ৩০ আগষ্ট বিকেলে প্রধানমন্ত্রী ও ৩১ আগষ্ট সকালে রাষ্ট্রপতি সরাসরি কল্যাণের সঙ্গে কথা বলবেন।
ইতিমধ্যেই দিল্লির এইমসে ডাক্তারি পড়তে ভর্তি হয়েছেন এই কৃতী ছাত্র। কল্যাণ জানান আগামী দিনে নিউরোসায়েন্সে এমডি করেতে চায় সে। পাশাপাশি ভালো ডাক্তার হয়ে দেশের সেবাই তাঁর মূল লক্ষ্য বলেও জানায় রানিগঞ্জের এই কৃতী পড়ুয়া। কল্যাণের বাবা ভৈরব চট্টোপাধ্যায় ইসিএলের কর্মী । মা গৃহবধূ । স্বাভাবিক ভাবেই ছেলের এই রেজাল্টে খুশি তাঁরা।
এরই মধ্যে গত সোমবার কল্যাণের বাড়িতে গিয়ে পুষ্পস্তবক দিয়ে তাকে অভিনন্দন জানান আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।





