সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বাড়িতে নিরাপত্তা রক্ষী রেখেও শেষ রক্ষা হল না, আটকানো গেল না চুরি। মূল্যবান সোনার গহনা ও নগদ অর্থ নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে রানীগঞ্জের নন্দন কলোনি এলাকায়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় আসানসোলের জে কে নগর বাজারের এক ওষুধ দোকানের মালিক সরোজ কুমার দে, রানীগঞ্জের নন্দন কলোনি এলাকার বাসিন্দা। দিন কয়েক আগে পারিবারিক কালী পূজোয় যোগ দিতে সপরিবারে বাঁকুড়া জেলার ইন্দাস থানার সমসার গ্রামের পৈতৃক বাড়িতে গিয়েছিলেন তিনি। তবে নন্দন কলোনির বাড়ির নিরাপত্তার জন্য নীরাপত্তারক্ষী নিয়োগ করে গিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। আটকানো গেল না চুরি। বাড়ির সদর দরজার চালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে বেশ কয়েক ভরি সোনার গয়না ও প্রায় ৩০ হাজার টাকা নগদ নিয়ে পালায় চোরের দল।
প্রসঙ্গত জানা গেছে সন্ধ্যে ছটা থেকে পরদিন সকাল পর্যন্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছিল। কিন্তু এর ফাঁকেই চুরি ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় নিরাপত্তা রক্ষী কাজে যোগ দিতে গিয়ে দেখেন সদর দরজার তালা ভাঙা। এলাকার বাসিন্দারাও বিষয়টি নিয়ে হতচকিত হয়ে পড়েছেন। পাশাপাশি এলাকার নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি ওই এলাকায় চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক দফায় চুরির ঘটনা ঘটলেও আজও সেইসব চুরির ঘটনার কোনো কিনারা হয়নি।
অন্যদিকে শনিবার রাতেই ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু করে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। জানা গেছে বাড়ির আশেপাশের অংশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।