eaibanglai
Homeএই বাংলায়রাণীগঞ্জকে যানজট মুক্ত করতে সক্রিয় পুলিশ প্রশাসন

রাণীগঞ্জকে যানজট মুক্ত করতে সক্রিয় পুলিশ প্রশাসন

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, রাণীগঞ্জ, পশ্চিম বর্ধমান-: এমনিতেই বাজার এলাকা যথেষ্ট সঙ্কীর্ণ।নিষেধ অমান্য করে ব্যবসায়ীরা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা করতে শুরু করে। অন্যদিকে টোটো চালকরা যত্রতত্র টোটো দাঁড় করিয়ে দেওয়ার ফলে রাণীগঞ্জে সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট। পায়ে হেঁটে চলাচল করা কষ্টকর হয়ে উঠছিল। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বাড়ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ওঠে স্থানীয় পুলিশ প্রশাসন। যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশের সাথে যৌথভাবে রানীগঞ্জের বড়বাজার, সি আর রোড, মহাত্মা গান্ধী রোড, এতোয়ারি মোড়, মারওয়ারি পট্টি সহ বিভিন্ন এলাকায় ও হাটতলায় রানীগঞ্জ থানার পুলিশের বিশেষ টিম অভিযান শুরু করে। রাস্তা দখল করে থাকা একাধিক দোকান ভেঙে ফেলার পাশাপাশি বেশ কয়েকটি দোকানের মালপত্র বাজেয়াপ্ত করা হয়। এমনকি নিয়ম ভঙ্গকারী টোটো চালকদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। জানা যাচ্ছে রাণীগঞ্জকে যানজট মুক্ত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।

এদিন ট্রাফিক ওসি চিত্রতোষ মন্ডল ও পিসি পার্টির পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশের বিশাল টিম রানীগঞ্জ থানার দিকে দিকে অভিযান চালায়। বাজেয়াপ্ত করা হয় নিয়ম না মানা ব্যবসায়ীদের কিছু সামগ্রী। এ বিষয়ে

রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত বলেন, প্রাচীন এই শহর কিছুটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছিল। আগে বোঝা না গেলেও লোকসংখা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরে যানজটের সমস্যা বেড়েই চলেছে। এই সমস্যা দূর করতে হলে নিজেদের স্বার্থে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। দখল মুক্ত রাখতে হবে ফুটপাতগুলিকে। তিনি আরও বলেন, এই অভিযান শুধুমাত্র বাজার এলাকাতেই সীমাবদ্ধ থাকবেনা, রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে রাজবাড়ী মোড় হয়ে সমস্ত এলাকা দখল মুক্ত করা হবে। টোটো চলাচলের ক্ষেত্রেও বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার এলাকায় লোডিং-আনলোডিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার বিষয়ে ব্যবসায়িক মহলের সঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments