সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রানিগঞ্জ – দুর্গাপুর রুটের একটি মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে রানিগঞ্জের তার বাংলা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃত স্কুটি চালকের নাম গৌরব মোদি (৪২), রানিগঞ্জের তার বাংলা এলাকার হনুমান কলোনির বাসিন্দা।
জানা গেছে, এদিন বিকেলে গৌরব মোদি নামে ওই যুবক ৬০ নম্বর জাতীয় সড়কে তারবাংলা মোড় এলাকায় স্কুটি নিয়ে রাস্তা পারাপার করছিলেন। সেই সময় রানিগঞ্জ – দুর্গাপুর রুটের একটি মিনিবাস রানিগঞ্জ থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে তাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন ওই যুবক। রানিগঞ্জ ট্রাফিক গার্ড ও রানিগঞ্জ থানার পুলিশ তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ বেহাল রাস্তা ও বেপরোয়া ভাবে যান চলাচলের জন্য প্রায়ই এলাকায় দুর্ঘটনা ঘটছে। যান চলাচলের গতি নিয়ন্ত্রণে ট্রাফিক গার্ড পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।
অন্যদিকে দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।