সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- গতকাল ২৪ শে মার্চ ২০২৩ ছিলো নবরাত্রির তৃতীয় দিন। এই দিন সন্ধের দিকে আকাশে দেখা যায় চাঁদের নীচে ছোট্ট একটি তারা আছে যেন চাঁদের গায়ে লেগে থাকা একটি লকেট। মহাজাগতিক পরিভাষায় বলছে এই তারাটি হলো শুক্র গ্রহ। আজকে শুক্র গ্রহন ছিল তাই আজ চাঁদ শুক্র পৃথিবী একই সরলরেখায় ছিল গ্রহণ শেষে তাই শুক্রকে চাঁদের নিচে দেখা যায়। ইতিহাসে পর্যবেক্ষণ করলে দেখা যায় ২০১৪ সালের ২৬ শে ফেব্রুয়ারি এই বিরল ঘটনা আরও একবার ঘটেছিল। কিন্তু আধ্যাত্মিক পরিভাষায় চাঁদের গায়ে লেগে থাকা এই তারাটিকে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে চলুন জেনে নিই ।
আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী মহাদেবের কপালে ও চাঁদের নিচে এই ছোট্ট বিন্দু অর্থাৎ এই চিহ্ন দেখা যায় এটাকে শিবশক্তির মিলিত রূপের প্রতীক বলা হয়। সব থেকে মজার বিষয় হলো গতকাল ছিল শুক্রবার, গতকালই ছিল শুক্র গ্রহণ আবার গতকালই ছিল গৌরী তৃতীয়া। এই তৃতীয়াতে গৌরীই কমলাদেবী রূপে শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। মহাজাগতিক ব্যাখ্যা এর পিছনে যাই থাকুক না কেন, একটা জিনিস বোঝা যাচ্ছে যে সনাতন শাস্ত্রের সাথে মহাজাগতিক সংযোগ কোনো কাকতালীয় বিষয় নয়।