এই বাংলায় ওয়েব ডেস্কঃ– স্কটল্যান্ডের এডেনবার্গের একটি সমুদ্র তটে দেখা মিলল একেবারে অচেনা এক প্রাণীর। এডেনবার্গের সমুদ্র তীরে ঘুরতে গিয়ে অদ্ভুদ ওই অচেনা প্রাণীটিকে লেন্স বন্দি করেন স্থানীয় এক ব্যক্তি। পরে সেটি স্যোসাল মিডিয়ায় শেয়ার করে প্রাণীটি সম্পর্কে জানতে চান তিনি। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। প্রাণীটিকে ঘিরে প্রবল কৌতূহল তৈরি নেটিজেনদের মধ্যে।
ছবিটি আপলোড করে ওই ব্যক্তি লেখেন, এমন প্রাণী আগে দেখিনি। এই প্রাণীটি কোথায় থাকে, কিছুই জানি না। প্রাণীটির গায়ে কাঁটা ছিল। গায়ের রং কিছুটা সবুজ ও কিছুটা সোনালি। সেই সঙ্গে প্রাণীটি জীবিতও ছিল। এটা কোনও প্রকার এলিয়ান বা ভিন গ্রহের প্রাণী হতে পারে।
তবে প্রাণীটি এলিয়ান নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্কটল্যান্ডের বন বিভাগের এক আধিকারিক জানান, প্রাণীটির নাম সি মাউজ। সাধারণত ৩০ সেমি লম্বা হয় প্রাণীটি। তবে প্রাণীটি খুবই বিরল এবং সমুদ্র তীরে খুব কম আসে। থাকে গভীর সমুদ্রে । ছোট মাছ এবং জলজ প্রাণীই ওই অদ্ভুদ দর্শন প্রাণীটির খাদ্য। গায়ে কাঁটা থাকে বাইরের আক্রমণ থেকে বাঁচার জন্য।