সংবাদদাতা,রায়গঞ্জঃ- বন্য প্রাণী নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় পাচারের আগেই উদ্ধার হল বিলুপ্ত প্রায় গন্ধগোকুল বা ভাম বিড়াল, যার ইংরেজি নাম এশিয়ান পাম সিভেট। ঘটনা উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জের বারদুয়ারী হাট এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায় গতকাল রাতে পিপল ফর অ্যানিমেলস সংস্থার এক সদস্য ধীরাজ হালদার লক্ষ্য করেন এক ব্যক্তি একটি গন্ধগোকুলকে খাঁচায় বন্দি করে ঘুরে বেরাচ্ছেন। তাকে প্রশ্ন করা হলে তিনি জানান প্রাণীটিকে তিনি বিক্রি করবেন। অভিযোগ ধীরজ ওই প্রাণীটিকে ছেড়ে দেওয়ার কথা বললে ওই ব্যক্তি তাকে গালিগালাজ করার পাশাপাশি এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। ধীরজ সঙ্গে সঙ্গে পিপল ফর অ্যানিমেলসের অফিসে খবর দেন। খবর পেয়ে সংস্থায়র সদস্যরা দ্রুত এলাকায় পৌঁছে যায়। অন্যদিকে সংস্থার গাড়ি দেখে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। সংস্থার সদস্যরাও তার পিছু নেয়। এরমধ্যে বহু মানুষ জড়ো হয়ে যায়। অবস্থা বেগতিক বুঝে খাঁচাটি ফেলে রেখে পালায় ওই ব্য়ক্তি। এরপর গন্ধগোকুলটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বনদপ্তর সূত্রে জানা গেছে প্রাণীটিকে জঙ্গলের মধ্যে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত এই এশিয়ান পাম সিভেট বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় সিডিউল ২ এর অন্তর্ভুক্ত একটি প্রাণী। বনাঞ্চল কমে যাওয়ার কারণে বর্তমানে এদের অস্তিত্ব সংকটজনক হয়ে পড়েছে।