সঞ্জীব মল্লিক , বাঁকুড়া :- তিনি বলেন দিদিকে বল যে কর্মসূচি চলছে সারা রাজ্যজুড়ে সেখানে সাধারণ মানুষের একটা অভিযোগ ছিল যে, রেশন কার্ডে অধিকাংশ পরিবারের অনেকের নাম উঠেছে আবার অনেকের ওঠেনি, কারো আবার যদিও রেশন কার্ড এসেছে তাদের নামে ভুল আছে, এগুলো কিভাবে করা যাবে । পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন এই রিপোর্টটি আমরা রাজ্যস্তরে পাঠিয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করেছেন যাতে, প্রত্যেকটি মানুষ রেশন কার্ড পেতে পারে এবং তাদের নাম সংশোধন করতে পারে । সেই কারণেই এলাকার বহু মানুষ এই বিডিও অফিসে আসছেন রেসন কার্ডে নাম নথিভুক্ত করার জন্য , কিন্তু তাদের অনেকেই ফর্ম ফিলাপ করতে পারছে না তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রীসহ তার দলের অনেক প্রতিনিধি এতে খুশি সাধারণ মানুষ।পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন মাস তিনেকের মধ্যেই পেতে পারে রেশন কার্ড সাধারণ মানুষ হাতে পেতে পারে ।