সংবাদদাতা,বাঁকুড়াঃ– গতির নেশায় মেতেছে নতুন প্রজন্ম। আর এই ঘাতক নেশা প্রাণ কেড়ে চলেছে একের পর এক। প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে আসে এই ধরণের দুর্ঘটনা। এবার এই নেশা প্রাণ কাড়ল বাঁকুড়ার এক কিশোর ও এক তরুণের। মৃতরা হল ১৭ বছরের আতাউল খান ও ২১ বছরের আব্দুল কাদের খান। মৃত দুজনেরই বাড়ি তালডাংরা থানার তিলাঘাগরী গ্রামে।
পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যা নাগাদ দুজন মিলে বাড়ি থেকে বেরোয়। তারা বাইকে করে তালডাংরা থেকে সিমলাপালের দিকে যাচ্ছিল। পথে তালডাংরা বাজার পেরিয়েই কিছুটা এগিয়ে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর দাড়িয়ে থাকা একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে তাদের বাইক। দুর্ঘটনায় দুজনই গুরুতর জখম হয়। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বাঁকুড়া যাওয়ার পথেই মৃত্যু হয় আব্দুল কাদের খানের । অন্যদিকে আতাউল খানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও রাতেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল ওই যুবক। বাইকের গতি অত্যন্ত বেশী থাকায় নিয়ন্ত্রণ হায়ার বাইক চালক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে।