সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– নাকা চেকিংয়ে প্রায় ৯০ লক্ষ টাকা মূল্যের জাল লটারির টিকিট উদ্ধার হল আসানসোল থেকে। ঘটনায় দুজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে বড় কোন চক্র রয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক সম্মেলন করে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর জানান রবিবার সন্ধ্যের পরে গোপন সূত্রে খবর মেলে জাল লটারির টিকিট সহ একটি অটো আসানসোল স্টেশন থেকে বেরিয়ে শহরের বাইরে কোথাও যাচ্ছে। খবর পেয়েই আসানসোল দক্ষিণ থানা ও উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ির পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কে কালিপাহাড়ি মোড়ে নাকা চেকিং শুরু করে। চেকিংয়ে একটি অটোকে দাঁড় করিয়ে তার চালক ও আরোহীকে জিজ্ঞাসাবাদ করার সময়ই অটো থেকে ৯ টি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তাগুলি থেকেই একটি বেসরকারি কোম্পানির ৯ লক্ষের মতো জাল লটারির টিকিট উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। তিনি আরো জানান, ধৃতদেরকে প্রাথমিক জেরা করে জানা গেছে ওই বিপুল পরিমাণ জাল টিকিট ট্রেনে করে আসানসোলে আনা হয়েছিল এবং অটোতে করে পাণ্ডবেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছিল।
প্রসঙ্গতঃ, জাল লটারির কারবারিরা অনেক দিন ধরেই সক্রিয় রয়েছে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে। একটি নামী কোম্পানির লটারির আড়ালেই রমরমিয়ে চলছে এই জাল কারবার। বৈধ লটারির সঙ্গে একই টেবিলে ছড়িয়ে রেখে ভিন রাজ্যের এই জাল লটারির টিকিট বিক্রি করা হয়। এই কারবার বন্ধ করতে এর আগেও নানা জায়গায় অভিযান চালানো হয়েছে। গ্রেফতারও হয়েছে বেশ কয়েক জনকে । বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর লটারির টিকিটও। তারপরেও শিল্পাঞ্চলে আটকানো যায়নি জাল লটারি টিকিটের কারবার।