eaibanglai
Homeএই বাংলায়ডি এম একাদশ বনাম এস পি একাদশের রিপাবলিক ডে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ

ডি এম একাদশ বনাম এস পি একাদশের রিপাবলিক ডে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া তামলিবাঁধ মাঠে বাঁকুড়া ডি এম একাদশ বনাম বাঁকুড়া এস পি একাদশের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ ৭৫ রিপাবলিক ডে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো শনিবার দুপুরে। যদিও এই খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন। কিন্তু দিনভর বিভিন্ন অনুষ্ঠান থাকার ফলে এই খেলা করা সম্ভব হয়নি। সেজন্যই খেলাটি আজ শনিবার দুপুর ১;৩০ থেকে বাঁকুড়া তামলিবাঁধ ময়দানে অনুষ্ঠিত হলো। খেলায় টসে জিত বাঁকুড়া এস পি একাদশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাঁকুড়া ডিএম একাদশ প্রথমে ব্যাট করে ১২ ওভারে মোট ৮১ রান করে। জয় লাভের জন্য ৮২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি ও এডিশনাল এসপি সিদ্ধার্থ দর্জি। দ্বিতীয় ওভারে সিদ্ধার্থ দর্জি আউট হয়ে যান। বাঁকুড়া এস পি একাদশের ক্যাপটেন এস পি বৈভব তেওয়ারি অসাধারণ খেলে নিজে অপরাজিত থেকে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন। পুলিশ সুপার বৈভব তেওয়ারি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। বিজয়ী দলের ক্যাপ্টেন এস পি বৈভব তেওয়ারির হাতে ট্রফি তুলে দিলেন বাঁকুড়ার জেলাশাসক শ্রী সিয়াদ এন। রানার্স দলের ক্যাপ্টেন ডিএম শ্রী সিয়াদ এন এর হাতে ট্রফি তুলে দিলেন এস পি বৈভব তেওয়ারি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments