eaibanglai
Homeএই বাংলায়পৌরসভাকে বলো অনুষ্ঠানের সুফল পেল বাসিন্দারা

পৌরসভাকে বলো অনুষ্ঠানের সুফল পেল বাসিন্দারা

সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের পৌর নিগম এলাকায় পরিষেবা ঠিকঠাক করার জন্য লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে পৌরসভাকে বলো নামক এক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর পৌর নিগমের এডমিনিস্ট্রেটিভ বোর্ড । প্রতিমাসের একদিন দুর্গাপুর নগর নিগমের সকল কর্মরত আধিকারিকদের সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরাসরি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুরের সকল বাসিন্দাদের কাছ থেকে পরিষেবা সংক্রান্ত তাদের অভাব অভিযোগের কথা শুনতে শুরু হয়েছিল। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক দুর্গাপুরের বাসিন্দারা তাদের পরিষেবা সংক্রান্ত বিষয় গুলি তুলে ধরেন। প্রধানত অভিযোগ ছিল রাস্তা, পথবাতি, জল , নালা ,সহ একাধিক সমস্যার কথা অভিযোগের রূপে লিপিবদ্ধ হয় ওই অনুষ্ঠানে। ওই অনুষ্ঠান চলাকালীন দুর্গাপুর নগর নিগমের এডমিনিস্ট্রেটিভ বোর্ডের প্রধান শ্রীমতি অনিন্দিতা মুখার্জি সকল দুর্গাপুর বাসির পরিসেবা সংক্রান্ত অভাব অভিযোগ নিজে বসে শোনেন। শুধু তাই নয় তিনি তৎক্ষণাৎ তার সঙ্গে বসে থাকা আধিকারিকদের নির্দেশও দেন অবিলম্বে ওই সমস্যাগুলিকে দূর করার উদ্দেশ্যে।

এরই মধ্যে হঠাৎই লোকসভা নির্বাচনের আচরণ বিধি শুরু হয়ে যাওয়ার ফলে বন্ধ হয়ে যায় এই অনুষ্ঠানের সম্প্রচার। কিন্তু যে কদিন এই অনুষ্ঠান হয়েছিল দুর্গাপুরের বাসিন্দারা তাদের সকল সমস্যার কথা জানিয়েছিলেন তাদের সেই সব সকল পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তৎপরতার সাথে কাজ করে যাচ্ছিল দুর্গাপুর নগর নিগম। তার প্রমাণও মিলল হাতেনাতে। লোকসভা নির্বাচন পেরিয়ে যাওয়া মাত্রই পৌরসভাকে বলো অনুষ্ঠানে অভিযোগ জানানো একগুচ্ছ অভিযোগের তৎক্ষণাৎ সমাধানের লক্ষ্যে কাজ শুরু করে দুর্গাপুর পৌর নিগম আধিকারিকরা।

দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের শরৎচন্দ্র এভিনিউয়ের বাসিন্দারা পৌরসভাকে বলো অনুষ্ঠানে তাদের ভাঙ্গাচুরার রাস্তার কথা উল্লেখ করে তা দ্রুত মেরামতির আবেদন জানিয়েছিলেন। তাদের সেই আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা শরৎচন্দ্র এভিনিউয়ের সেই রাস্তাটিকে পরিদর্শন করে ও তা কিভাবে মেরামতি করা হবে সে বিষয়ে বাসিন্দাদের সঙ্গে একাধিক বার আলাপ আলোচনা করেন। আজ সোমবার সকাল ১১ টা নাগাদ দুর্গাপুর নগর নিগমের ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনি দাশগুপ্তের উপস্থিতিতে শরৎচন্দ্র এভিনিউ এর বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তা মেরামতির কাজের শুভ সূচনা উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় কাউন্সিলার মনি দাশগুপ্ত এদিন জানান, “শরৎচন্দ্র এভিনিউয়ের বসবাসকারী মানুষেরা তার কাছে আগেও এই রাস্তার ব্যাপারে কথা বলেছিলেন। কিন্তু তখন কিছু প্রশাসনিক বার্ধকতার জন্য কাজটি করা যায়নি। কিন্তু পরে দুর্গাপুর নগর নিগমের এডমিনিস্ট্রেটিভ বোর্ডের প্রধান অনিন্দিতা মুখার্জী নিজে উদ্যোগী হয়ে এই রাস্তাটি মেরামত করার নির্দেশ দিয়েছেন। তাই আমরা এই এলাকার সকল বাসিন্দাদের নিয়ে একটি ছোট্ট মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ওই রাস্তার কাজটির শুভ আরম্ভ করলাম। নতুন রাস্তার কাজ শুরু হওয়ার ফলে আনন্দিত শরৎচন্দ্র এভিনিউয়ের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা মমতা চক্রবর্তী জানান, “দীর্ঘ দু দশক আগে একবার সিমেন্টের ঢালাই রাস্তা হয়েছিল। কিন্তু যানবাহন ও প্রাকৃতিক কারণে রাস্তাটি এখন ভাঙাচোরা অবস্থায় রয়েছে। কিছুদিন আগে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে পৌরসভাকে বলো অনুষ্ঠানে আমরা এলাকার বাসিন্দারা এডমিনিস্ট্রেটিভ বোর্ডের প্রধান অনিন্দিতা মুখার্জীকে আমাদের এই ভাঙাচোরা রাস্তা মেরামতের জন্য অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি যে রাস্তাটি অনুমোদন পাবে ও আমরা নতুন রাস্তার উপরে হাঁটাচলা করতে পারব তা ভাবার অতীত ছিল। আজ দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা আমাদের স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে এই রাস্তার পুননির্মাণের কাজ শুরু করায় আমরা আনন্দিত। আমাদের এলাকার সকল বয়স্ক মানুষেরা ভাঙাচোরা রাস্তার ফলে বাড়ির বাইরে বেরোতে চাইতেন না। এখন নতুন রাস্তা হলে আমরা স্বাচ্ছন্দ বোধ করব। শরৎচন্দ্র এভিনিউয়ের সকল বাসিন্দাদের পক্ষ থেকে দুর্গাপুর নগর নিগমে কর্মরত সকল আধিকারিক, কর্মীবৃন্দ সহ মাননীয় অনিন্দিতা মুখার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করব আগামী দিনেও আমরা এই রূপ পরিষেবা পুনরায় পাব।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments