নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ- ফের মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রান হারাল পূর্ব বর্ধমান জেলার গলসি থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। নাম সোমনাথ রায়(২৩)। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরেক সিভিক ভলেন্টিয়ার রাজীব কারফা। তাকে উদ্ধার করেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুজনেরই বাড়ি গলসি থানার বনসুজাপুরে। শুক্রবার রাত পৌনে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বর্ধমান থেকে গলসি যাবার পথে ফাগুপুর এলাকার জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর গামী একটি চারচাকা গাড়ি সোমনাথ ও রাজীবের বাইকে পিছনে থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সোমনাথের মৃত্যু হয়। তার শরীরের ওপর দিয়ে চলে যায় চারচাকা গাড়িটি। খবর পেয়ে গুরুতর আহত রাজীব কারফা কে উদ্ধার করে গলসি থানার পুলিশ। সোমনাথ রায়ের দেহও উদ্ধার করে নিয়ে আসা হয় বর্ধমান হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে আরামবাগ যাওয়ার পথে কৃষক সেতুর আগে ডিভিসি সেচ খালের উপর ইডেন ক্যানেলের মেরামতির জন্য প্রতিদিন বিকল্প রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও বর্ধমানের দিকে আসার জন্য কৃষক সেতুতে ওঠার আগেই পোলেমপুরে আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন রুটের বাস। আর এই সমস্ত জায়গায় ডিউটি করার জন্য বেশ কয়েকটি থানা থেকে ডেপুটেশনে নিয়ে আসা হয় প্রচুর সিভিক ভলেন্টিয়ার। তাদের মধ্যে গলসি থানার এই দুই সিভিকও ছিলেন। এদিন ডিউটি শেষ করে মোটর সাইকেল নিয়ে বর্ধমান থেকে গলসির বনসুজাপুরে যাওয়ার পথে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, চারচাকা গাড়ির খোঁজে গলসি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।