সংবাদদাতা, দুর্গাপুরঃ- জাতীয় সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। যেকোন মুহুর্তে পথ দূর্ঘটনায় ছোট গাড়ি চালকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা বলতে গেলে প্রতিদিনই ঘটছে ।
মঙ্গলবার বিকেলে বাঁশকোপা গ্রামের নয়ন রায় (৪২) বোনকে দুর্গাপুর ষ্টেশনে ট্রেনে চাপানোর জন্য বাইকে করে নিয়ে যাচ্ছিলেন । জাতীয় সড়কে ওঠার পরেই খাটপুকুরের কাছে একটি চারচাকা গাড়ি প্রচন্ড গতিতে আসার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে জানা যায়। পরে চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। শেষে গাড়িটি ধাক্কা মারে নয়ন রায়ের মোটরবাইকে । দ্রুত গতিতে আসা চারচাকা গাড়ির ধাক্কায় বেসামাল হয়ে পড়ে নয়ন রায়ের বাইক ট্রাকের পেছনে গিয়ে মারে। এরফলে দাদা ও বোন আহত হন। গুরুতর আহত অবস্থায় নয়ন রায় ও তার বোনকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে নয়ন রায়কে মৃত বলে ঘোষণা করেন। এদিকে নয়নের বোন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে । এই ঘটনায় বাঁশকোপা গ্রামে শোকের ছায়া নেমে আসে । পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়।