সংবাদদাতা,আসানসোলঃ- বেহাল রাস্তাঘাট ও নর্দমা, নেই পানীয় জল, রাস্তায় আলোর ব্যাবস্থা। এবার এলাকার উন্নয়নের দাবিতে পথ অবরোধ করে সরব হলেন আসানসোলের ৫৭ নম্বর ওয়ার্ডের বড়তড়িয়া এলাকার বাসিন্দারা। অভিযোগ কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর।
শুক্রবার সকাল থেকে আসানসোলের বড়তড়িয়া এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ রাস্তাঘাটের এতই বেহাল অবস্থা রাতদিন দুর্ঘটনা ঘটছে। এমনকি গতকাল এক রোগীকে নিয়ে যাওয়ার সময় বেহাল রাস্তায় গাড়ি উল্টে ওই রোগীর হাত ভেঙে যায়। এছাড়া এলাকার নর্দমা দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না করায় এলাকা নোংরা জল আবর্জনায় ভরে উঠেছে। ফলে মশা মাছি পোকামাকড়েরের উৎপাতে নাজেহাল অবস্থা। এছাড়াও এলাকায় পানীয় জলের কোনো কল নেই। নেই রাস্তার আলো। স্থানীয়দের দাবি তাঁরা বহুবার বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর সুমিত মাজির দ্বারস্থ হয়েছেন কিন্তু আজ পর্যন্ত সমস্যায় কোনো সমাধান হয়নি। এলাকাবাসীর দাবি তারা পুরসভাকে নিয়মিত কর দেন অথচ সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত।
অন্যদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই কাউন্সিলর সুমিত মাজি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার পাল্টা দাবি, তিনি এলাকার সমস্যার কথা জানিয়ে রাস্তা ও নর্দমা সংস্কারের জন্য পুরসভায় আবেদন করেছেন। কিন্তু সেই কাজের টেন্ডার কোনো কারণে হয়নি। তাই তার পক্ষে কাজ করা সম্ভব হয়নি। এছাড়া পানীয় জলের বিষয়ে কাউন্সিলর দাবি করেন এলাকার মানুষ ঠিক কথা বলছেন না। ইতিমধ্যে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যায় করে এলাকায় জলের পাইপলাইন বসানো হয়েছে। স্বয়ং মেয়র ওই পাইপলাইনের উদ্বোধন করেছেন। কিন্তু এলাকার মানুষ কোনোরকম কর ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বাড়িতে পানীয় জলের কল চাইছেন।
এদিকে অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও প্রথমে অবরোধ তুলতে চাননি স্থানীয়রা। পরে অবশ্যা সমস্যা সমাধানের আশ্বাসে অবরোধ ওঠে। যদিও দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন এমনকি অনশন আন্দোলনে বসারও হুমকি দিয়েছেন এলাকাবাসী।