সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ- পাণ্ডবেশ্বর এরিয়ার ডালুর বাঁধ কল সাইডিং এলাকায় রাস্তা ও জলের দাবিতে বিক্ষোভ দেখাল স্থানীয় তৃণমুল কংগ্রেসের লোকেরা। কেন্দ্রা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ১৫ দিন ধরে কলে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। গরম পড়তেই এলাকার পুকুর কুয়োর জল শুকিয়ে গেছে। ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা। ইসিএল এখানে জল সরবরাহ করে। তাঁরাও নিয়মিত পানীয় জল সরবরাহ করছে না। এ ছাড়া ডিভিসি মোড় থেকে কেন্দ্রা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি। খানাখন্দে ভরা রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটছে। সমস্যাগুলি খনি কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান হয়নি। বিক্ষোভের জেরে বেশ কয়েক ঘণ্টা এ দিন ইসিএলের কয়লা পরিবহন বন্ধ থাকে। পরে ইসিএলের আধিকারিক এসে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়।