eaibanglai
Homeএই বাংলায়একটি ইলেকট্রনিক এর দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁকুড়া লালবাজার এলাকায়

একটি ইলেকট্রনিক এর দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁকুড়া লালবাজার এলাকায়

সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে একটি ইলেকট্রনিক এর দোকান থেকে বেশ কিছু মোবাইল ও ক্যাশ বাক্স থেকে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজার সেকেন্ড ফিডা রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ইলেকট্রনিক্স দোকানে রাতের অন্ধকারে ফলস সিলিং ভেঙে চোরের দল প্রবেশ করে এবং দোকান থেকে বেশকিছু মোবাইল ও ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। আজ সকালে দোকান মালিক বাঁকুড়া সদর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ। তদন্তের সময় বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয় ওই দোকানের সিলিং এর উপর থেকে। তবে এই ঘটনা কে বা কারা ঘটালো নাকি এই ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত রয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে রাতের অন্ধকারে বাঁকুড়ার মত ব্যস্ততম শহরে এভাবে চুরির ঘটনা নিয়ে উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন।দেবেন্দ্র আগরওয়াল নামে দোকান আধিকারিক বলেন, অন্যান্য দিনের মতো গতকালও যথারীতি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি। আজ সকালে এসে দেখি উপরের সিলিং ভাঙ্গা ১৫ থেকে ২০ টা মোবাইল উধাও হয়ে গিয়েছে এবং ২০ থেকে ২৫ হাজার টাকা লুট হয়েছে বলে তিনি জানান। তবে এই ঘটনার সঙ্গে পরিচিত কেউ আছে বলেই মনে করছেন তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments