সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া থানার অন্তর্গত মাকুর গ্রাম আজ ভোরে কয়েকজন ডাকাতের টিম একটি সোনা দোকানে শাটার ভেঙে ঢুকে পড়ে ভিতরে থাকা সোনার দোকানের ভল্ট কেটে ডাকাতির চেষ্টা করে। বাঁকুড়া সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার টহলদারি রাতের পুলিশ ভ্যান এলাকায় গেলে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তিনজনের ডাকাত দল তারা বন্দুক উঁচিয়ে পুলিশের পুলিশের দিকে তেড়ে আসে। পুলিশ ও সঙ্গে সঙ্গে ডাকাত দলের দিকে তেরে গেলে ডাকাতরা বন্দুক উঁচিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশের হাতেনাতে একজন ডাকাত ধরা পড়ে যায়। পুলিশ তাকে হাতেনাতে আগ্নেয়াস্ত্র সহ ধরে ফেলে তার কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক সহ ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। বাকি দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সক্ষম হয়। পুলিশ ডাকাত কে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তারা কোথা থেকে এসেছিল এবং কি কারনে ওই এলাকায় ডাকাতির করার ছক করেছিল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। অন্যদিকে বাঁকুড়া মাকুর গ্রাম এলাকার ব্যবসায়ীরা তাদের একটা আতঙ্ক যে এই এলাকায় ব্যবসা দারদের রাতে এখানে বন্দুকধারী পুলিশের ব্যবস্থা করা হোক, এই ডাকাতির ঘটনার পরে এলাকায় ব্যবসায়ীরা বেশ আতঙ্কিত।