সংবাদদাতা, বাঁকুড়াঃ- গতকাল বিষ্ণুপুর শহরের দলমাদল রোড এলাকায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। রাত পোহাতে না পোহাতে ফের চুরি, এবারও সেই কেন্দ্রবিন্দু বিষ্ণুপুর শহর। রাতের অন্ধকারে বিষ্ণুপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের রসিকগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন শীতলা মাতার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, শীতলা মাতার মন্দিরে ঠাকুরের গয়না খোয়া গিয়েছে যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এই ঘটনা প্রথম নজরে আসে মন্দির সংলগ্ন স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না মাদরাজি নামে এক মহিলার। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। আর এখানেই প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে বিষ্ণুপুর শহরের নিরাপত্তা নিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক স্থানীয় বাসিন্দা চন্দন মোহন্ত বলেন প্রতিনিয়ত বিষ্ণুপুর শহরে চুরির ঘটনা ঘটছে এর ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুলিশ স্টেশন তার পরেও এই চুরির ঘটনা ঘটলো। আগামীদিনে নিরাপত্তা আরো বাড়ানোর দাবি জানান স্থানীয় বাসিন্দারা।











