সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– এক অষ্টম শ্রেণীর পড়ুয়াকে মারধর করে রেললাইনে ফেলে দেওয়ার চেষ্টায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ি এলাকায়। স্থানীয়দের হস্তক্ষেপে উদ্ধার হয় ছাত্র। পাশাপাশি চার দুষ্কৃতীর মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গত ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে। মঙ্গলবার সন্ধ্যায় গোটা বিষয়টি জানিয়ে রুপনারায়ণপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পড়ুয়া বাবা।
জানা গেছে, সালানপুর থানার বাথানবাড়ি এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণির পড়ুয়া নবীন লাহা সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলো। অভিযোগ রূপনারায়ণপুর রেল ব্রিজ পার করে প্রতাপপুর গ্রামের রাস্তার চার যুবক হঠাৎ করে নবীনের উপর চড়াও হয় ও তাকে মারধর শুরু করে। তাকে বেল্ট দিয়ে মারতে মারতে রেললাইনের ধারে নিয়ে যাচ্ছিলো ওই দুষ্কৃতীরা। কিন্তু বিষয়টি নজরে পড়ে যায় স্থানীয়দের। তারা ছুটে গেলে অবস্থা বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে চার দুষ্কৃতী। কিন্তু তাদের মধ্যে দুজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পাশাপাশি উদ্ধার করেন নবীনকেও। পরে দুই দুষ্কৃতী ও আক্রান্ত পড়ুয়াকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
বিষয়টি নিয়ে আক্রান্ত পড়ুয়ার বাবা কাঞ্চন লাহা বলেন, “কি কারণে মারধর বা আক্রমণ করা হয়েছে তা জানিনা। আমার ছেলেকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিলো। লিখিত অভিযোগ দায়ের করেছি ।” সালানপুর থানার পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।