সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- হাই টেনসনের পোলে ধাক্কা মেরে মর্মান্তিক মৃত্যু হল এক ট্রাক্টর চালকের। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের রূপনারায়ণপুর থেকে গৌরান্ডী যাওয়ার প্রধান রাস্তার বাদরাডি মোড় সংলগ্ন একালায়। মৃত চালকের নাম সঞ্জয় বাউরি (২০)। বাড়ি বারাবনি ব্লকের ছোটকর গ্রামে।
প্রসঙ্গত সালানপুর ব্লকের অন্তর্গত জিতপুর-উত্তররামপুর গ্রাম পঞ্চায়েতের কীর্তনশোলা এলাকায় সরকারি প্রকল্পে একটি পুকুর কাটানোর কাজ চলছিল । আর ওই পুকুরের মাটি ট্রাক্টরে করে স্থানীয় একটি ফাঁকা জমিতে ফেলা হচ্ছিল। ওই মাটি ফেলার কাজ করছিলেন সঞ্জয়। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সঞ্জয় ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়ার সময় বাদরাডি মোড় সংলগ্ন একালায় ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং বেসামাল হয়ে রাস্তার পাশে থাকা হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় মুহূর্তের মধ্যে বিদ্যুৎবাহী তার সহ কংক্রিটের খুঁটি ভেঙে পড়ে ওই ট্র্যাক্টারের উপর। তড়িঘড়ি সঞ্জয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ট্রাক্টর চালক সঞ্জয় বাউরি বিবাহিত, তাঁর একটি শিশুকন্যাও আছে। হঠাৎ ঘটে যাওয়া এই মার্মান্তিক দুর্ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নামে।





