eaibanglai
Homeএই বাংলায়ছাই বোঝাই ডাম্পার আটকে পথ অবরোধ

ছাই বোঝাই ডাম্পার আটকে পথ অবরোধ

সংবাদদাতা,আসানসোলঃ- রবিবার সকালে ছাই বোঝাই ডাম্পার আটকে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আসানসোলের রূপনারায়ণপুরের বাসিন্দারা। ঘটনার জেরে রূপনারায়ণপুর বিহার রোডে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। খবর পেয়ে রূপনারণয়ানপুর ফাঁড়ির পুলিশ গিয়ে ছাই বোঝাই ডাম্পারগুলিকে ফাঁড়িতে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুরুলিয়া রঘুনাথপুরের ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই ঝাড়খণ্ডের গোড্ডায় নিয়ে যাওয়া হয় রূপনারায়ণপুর বিহার রোড দিয়ে। প্রতিদিন এই রাস্তা দিয়ে ১০০ থেকে ১৫০টি ছাই বোঝাই ডাম্পার যাতায়াত করে। যার জেরে ওই রোড সংলগ্ন এলাকা কালো ছাইয়ে ঢেকে যাচ্ছে। বাড়ি ঘর সর্বত্র ছাইয়ের প্রলেপ জমে যাচ্ছে। পাশাপাশি বাড়ছে দূষণের মাত্রা। স্থানীয়দের দাবি ঘন জনবসতি সংলগ্ন ওই রোড দিয়ে ছাই বোঝাই গাড়িগুলি যাওয়ার কথা নয়। তবুও কারো প্রছন্ন মদতে অবৈধভাবে ওই পথ দিয়ে ছাইবোঝাই গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তারই প্রতিবাদে জানাতে এদিন তারা ছাইয়ের ডাম্পারগুলি আটকে রেখে পথ অবরোধ করেন ও বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

স্থানীয় এক বাসিন্দা স্বপন দাঁ জানান, পুলিশ ফাঁড়িতে তাদের আলোচনার জন্য ডাকা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আরও বড় আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments