নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। বর্ষার মরসুমে যেমন প্রাণ জাগে প্রকৃতিতে তেমনি আলাদা আনন্দ নিয়ে আসে চাষি বন্ধুদের মনেও। কারণ একটাই, বর্ষার বৃষ্টির হাত ধরেই মাঠ-ঘাট ভরে ওঠে সবুজ শস্যে। সেই শস্য বাজারে বিক্রি করেই চাষি পরিবারের মুখে ফোটে আর্থিক স্বচ্ছলতার হাসি। আর এবারের সেই বর্ষা আসতেই প্রত্যেক বছরের মতো চাষিরা মেতে উঠেছেন চাষযোগ্য জমিতে মই ছাড়া প্রতিযোগীতায়। যে ছবি ধরা পড়লো দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মেরীগঞ্জ টাটপাড়া গ্রামে। দীর্ঘ ২৮ বছর ধরে চলে আসছে এমনিই মই ছাড়া প্রতিযোগিতা। কৃষকদের মুখ থেকেই জানা গেল, পূর্বপুরুষদের সময় থেকেই বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে চাষের জমিতে গরু এবং মইয়ের সংযোগে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এইবছর এই প্রতিযোগিতায় ৬৪টি গরু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পুরষ্কারের ব্যবস্থাও ছিল বলে জানা গেছে। আর প্রত্যেক বছরের ন্যায় এই প্রতিযোগিতাকে উপলক্ষ্য করেই এলাকায় বিশাল মেলার আয়োজন করা হয়েছিল।