নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ চিকিৎসা সত্ত্বেও বাঁচানো গেল না পাথরপ্রতিমা থানার গোবদিয়া নদী থেকে উদ্ধার হওয়া কুমিরটিকে। বুধবার কুমীর প্রকল্পে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল কুমীরটির। জানা গেছে, গত শুক্রবার পাথরপ্রতিমা থানা এলাকার গোবদিয়া নদী থেকে আহত অবস্থায় কুমিরটিকে উদ্ধার করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর সেটিকে স্থানীয় প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার হলে সেখানে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু চিকিৎসা সত্ত্বেও কুমীরটি সুস্থ না হওয়ায় ভাগবতপুর কুমীর প্রকল্পে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কুমিরটির। বনদফতর সূত্রে জানা গেছে, মৎস্যজীবীদের ট্রলারের ধাক্কায় গুরুতর জখম হয়েছিল কুমীরটি।