নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের চাকরির নামে প্রতারণার অভিযোগ। এয়ারপোর্টের চেকিং ডিপার্টমেন্টের সুপারভাইজার পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারনার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত মাছিভাঙা গ্রামের। জানা গেছে, অভিজিৎ ভোরা নামে এক যুবক এলাকার বেশ কয়েকজন যুবককে জানায় এয়ারপোর্টের চেকিং ডিপার্টমেন্টে সুপারভাইযার পদে সে চাকরি করে দিতে পারে। সেইজন্য মাথাপিছু ৩০ হাজার টাকা করে দাবি করে সে। চাকরি পাওয়ার আশায় এলাকার বেশ কয়েকজন যুবক অভিজিৎ ভোরা নামে ওই যুবককে ৩০ হাজার টাকা করে নগদ দেয়। কিন্তু টাকা দেওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও চাকরির কোনও কিনারা না হওয়ায় সন্দেহ হয় এলাকার যুবকদের। তারা পরিকল্পনা করে অভিযুক্ত ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে জানায় আরও বেশ কয়েকজন চাকুরিপ্রার্থী রয়েছে যারা টাকা দিতে রাজি হয়েছে। সেইমতো তাদের ফাঁদে পা দিয়ে ওই যুবক গ্রামে যেতেই গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে। লাইটপোস্টের সঙ্গে বেঁধে শুরু হয় জেরা। গ্রামবাসীদের জেরার মুখে পড়ে ওই যুবক স্বীকার করে সে চাকরি দেওয়ার নাম করে এলাকার যুবকদের সঙ্গে প্রতারনা করেছে। এলাকাবাসীরা পুলিশ খবর দিলে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।