নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর কথার বাস্তব রূপায়ন। মকর সংক্রান্তির পূন্যলগ্নে সাগরদ্বীপের দর্শনার্থীদের সংখ্যা ছাড়ালো ত্রিশ লক্ষের বেশি। গঙ্গাসাগরের ইতিহাসে এত লোক এই সর্বপ্রথম। প্রশাসন সূত্রে জানা গেছে, আজ ভোর না হতেই হিমেল হাওয়াকে উপেক্ষা করে দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা মা গঙ্গার বুকে স্নান করতে নেমে পড়েন। স্নান শেষে যে যার মনস্কামনা মত কপিলমুনিকে দর্শন করেন। প্রশাসনিক সূত্রে আরো জানা যায় এ বছরের গঙ্গাসাগরের মেলায় অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকায় ৪০ জনকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, নামখানা নারায়ন পুরে এক তীর্থযাত্রীর মৃত্যুও হয়েছে। মধ্যপ্রদেশের সাগর জেলা থেকে গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসেছিলেন পুণ্যার্থী সিংহার রানি, আনুমানিক বয়স (৪২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গঙ্গাসাগরে স্নান সেরে সোমবার বাড়ি ফেরার পথে নামখানার নারায়ণপুরের লঞ্চ ঘাটে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শিংহার দেবী। এরপরই তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসক সিংহার দেবীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। সিংহার দেবীর দিদি নীলা বিশ্বকর্মা জানান, ২রা জানুয়ারী ৭০ জনের একটি দলের সঙ্গে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। রবিবার গঙ্গাসাগরে স্নান সেরে আজ বাড়ি ফিরে যাওয়ার পথে সিংহার দেবীর মৃত্যু হয়। তবে সিংহার দেবীকে সাগরদ্বীপের পূণ্যভূমিতেই দাহ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।