eaibanglai
Homeএই বাংলায়সাগরমেলার আগে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযান

সাগরমেলার আগে সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযান

নিজস্ব প্রতিনিধি, দক্ষিন ২৪ পরগনাঃ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাগরমেলার আগে সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ। সাগরদ্বীপের বিভিন্ন এলাকার সমুদ্রসৈকতে সাগরদ্বীপ ডেভলপমেন্ট বোর্ড অথরিটি ব্যবস্থাপনায় পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক, আবর্জনা পরিষ্কারের জন্য সাফাই অভিযান শুরু করা হলো। এই অভিযানের মূল উদ্দেশ্য প্লাস্টিক বর্জন, পরিবেশ দূষণের হাত থেকে বাংলাকে রক্ষা করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করে তোলা। বর্তমানে সারা বিশ্বে দূষণের মাত্রা বেড়ে চলায় তার প্রভাব পড়ছে গাছপালা, পশুপাখি, পরিবেশ তথা সাধারণ মানুষের ওপরেও। তাই দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করতেই এই উদ্যোগ। শুক্রবার এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্র খাঁড়া, সাগরদী ভারত সেবাশ্রম সংঘের মহারাজ জিতাতমান্দজি সহ অন্যান্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments