নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ মদ্যপ অবস্থায় বিষাক্ত কেউটে সাপ হাতে নিয়ে ভেলকি দেখাতে গিয়েছিলেন। আর সেই ভেলকি দেখানোই কাল হল এক সাধু বাবার। বিষাক্ত ওই কেউটের ছোবলে গুরুতর আহত হলেন তিনি। ঘটনা ক্যানিংয়ের উত্তর নিকারীঘাটা এলাকার। আহতের নাম কিঙ্কর মন্ডল। জানা গেছে শুক্রবার নিজের এলাকাতেই একটি বিষধর কেউটে সাপ হাতে নিয়ে খেলা দেখাচ্ছিলেন তিনি। সেইসময় অসাবধানতাবশত সাপটি তার বা-হাতের আঙুলে ছোবল মারে। ঘটনার পর স্থানীয় লোকজনই ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে ইতিমধ্যেই তাকে ৪০টি অ্যান্টি ভেনম ওষুধ দেওয়া হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। এই বিষয়ে ক্যানিংয়ের যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার সম্পাদক বিজন ভট্টাচার্য জানান, বহুদিন ধরেই কিঙ্কর মণ্ডল নামে ওই ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে বিষাক্ত সাপ উদ্ধার করে এনে তাদের কাছে জমা দেন। পরে তারা সেই সাপ বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।