eaibanglai
Homeএই বাংলায়সাঁইথিয়ায় অনুষ্ঠিত হলো 'যাত্রায় লোক শিক্ষা হয়' সংস্থার বার্ষিক সভা

সাঁইথিয়ায় অনুষ্ঠিত হলো ‘যাত্রায় লোক শিক্ষা হয়’ সংস্থার বার্ষিক সভা

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,সাঁইথিয়াঃ- একটা সময় গ্রাম বাংলার যেকোনো উৎসবে বিনোদনের অন্যতম আকর্ষণ ছিল অ্যামেচার দলের যাত্রা। দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে। বর্তমানে অর্থনৈতিক ও সান্ধ্যকালীন সিরিয়ালের প্রতি আকর্ষণের জন্য বাংলার এই প্রাচীন সংস্কৃতি আজ ধ্বংসের মুখে।

এই প্রাচীন সংস্কৃতি যাতে চিরকালের জন্য বন্ধ না হয়ে যায় তার জন্য পেশাদার যাত্রা জগতের ‘লিভিং লিজেন্ড’ রুমা দাশগুপ্তার উৎসাহে ২০১৮ সালে গড়ে ওঠে ‘যাত্রায় লোকশিক্ষা হয়’। মূল লক্ষ্য সাড়া বাংলার অপেশাদার যাত্রা শিল্পীদের একছাতার তলায় নিয়ে এসে তাদের অভাব, অভিযোগ ও সমস্যার সমাধানের মাধ্যমে অ‍্যামেচার যাত্রা শিল্পকে রক্ষা করা।

সংগঠনের স্থায়ী সভাপতি আনন্দ ব্যানার্জ্জী সভাপতিত্বে গত ২৪ শে সেপ্টেম্বর বীরভূম জেলার সাঁইথিয়া শহরের একটি গেষ্ট হাউসে সংস্থাটির বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সোমনাথ প্রামানিক, গভর্নিং বডির সদস্য প্রিয়নাথ মুখার্জ্জী, রজত পাল, পিন্টু পন্ডিত, মিঠুন সিংহ, মনিরুল সেখ, উজ্জ্বল ভট্টাচার্য সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বেশ কয়েকজন অ‍্যামেচার যাত্রা জগতের মানুষ।

অনুষ্ঠানে প্রত্যেক বক্তা অ‍্যামেচার যাত্রা জগতের সমস্যা তুলে ধরেন ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করেন।

আনন্দ বাবু বলেন – প্রাচীন এই শিল্পকে বাঁচাতে হলে আমাদের প্রত্যেক সদস্যকে সক্রিয় হতে হবে। প্রতিকূল পরিস্থিতিতেও যেসব গ্রাম এখনো এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তাদের পাশে দাঁড়াতে হবে। দর্শকদের যাত্রামুখী করার জন্য উদ্যোগ নিতে হবে।

অন্যদিকে সোমনাথ বাবু অপেশাদার যাত্রায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments