eaibanglai
Homeএই বাংলায়শুরু হলো সালানপুর ব্লক সম্প্রীতি উৎসব

শুরু হলো সালানপুর ব্লক সম্প্রীতি উৎসব

সংবাদদাতা, আসানসোল:- প্রথম বর্ষের সালানপুর ব্লক সম্প্রীতি উৎসবের প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।এই অনুষ্ঠানে যোগ দিতে এসে মেয়র বিধান উপাধ্যায় বলেন বড় বড় শহরের সঙ্গে পাল্লা দিচ্ছে সালানপুর ব্লক।এই ধরনের অনুষ্ঠান সম্ভবত আসানসোল ও দুর্গাপুর কিংবা কলকাতার মতো বড় বড় শহর অঞ্চলেই হয়ে থাকে। এই ধরনের অনুষ্ঠানের ভাবনা-চিন্তা যে সালানপুরে করা যেতে পারে তা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত।

এই উৎসব ১৬ তারিখ থেকে ২০তারিখ পর্যন্ত সালানপুর ব্লকের শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত চলবে।যেখানে ব্লকের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে স্টল করে মেলার আয়োজন করা হয়েছে।যেখানে বিভিন্ন রকমের দোকান সাজানো হয়েছে।হস্তশিল্প,জামা কাপড়, খাবার সহ একাধিক দোকান এই মেলায় রয়েছে।তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক,আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস, সমাজসেবী ভোলা, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল,সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও সদস্য বেবি মণ্ডল,সহ আরো অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments