eaibanglai
Homeএই বাংলায়পরিবেশ বাঁচাতে ডি.ওয়াই.এফ.আই এর উদ্যোগ

পরিবেশ বাঁচাতে ডি.ওয়াই.এফ.আই এর উদ্যোগ

সংবাদদাতা,আসানসোলঃ– প্রতিবছরের মতো গত ১৪ জুলাই থেকে এক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহের নানা কর্মসূচি। সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে বৃক্ষরোপন সহ নানা কর্মসূচি পালন করা হয় এই এক সপ্তাহ জুড়ে। এবার পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা নিতে দেখা গেল বাম যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আই সালানপুরের এরিয়া কমিটির সদস্যদের।

সালানপুর ব্লক জুড়ে জলের সমস্যা, অনাবৃষ্টি, আবহাওয়ার খামখেয়ালিপনা রুখতে ও প্রকৃতি ও মানুষের যোগকে আরও নিবিড় করে পবিবেশ রক্ষার্থে ব্লক জুড়ে গাছ বিতরণের কর্মূচি গ্রহন করা হয়েছে। ব্লকের ক্লাব, বিদ্যালয় এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন গাছের চারা। রবিবার একুশে জুলাই এই কর্মসূচি শুরু করা হয় এবং এদিন রূপনারায়াণপুর এবং চিত্তরঞ্জন এলাকার মোটামুটি ১৫ টি ক্লাব এবং সংস্থায় এই গাছ বিতরণ কর্মসূচি করা হয়। শিশু, সোনাঝুরি,শাল এই তিন রকমের গাছ প্রতি সংস্থার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে অংশ নেন ডি.ওয়াই.এফ.আই জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য আবির ঘোষ, সালানপুর ডি.ওয়াই.এফ আইয়ের সৌরভ মুখার্জী, রুপন চৌধুরী,অনিশ মিশ্র সুদীপ্ত দে,আর্য গুহ, সুবেদা সরেন, সুমন্ত চক্রবর্তী এবং অন্যান্য কর্মীবৃন্দরা।

এদিন বাম যুব সংগঠনের সদস্যরা জানান, পুকুর বুজিয়ে চারিদিকে ফ্ল্যাট হচ্ছে, গাছ কাটা হচ্ছে প্রতিনিয়ত। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। ফলত আবহাওয়ার কোন ঠিক থাকছে না। তাই পরিবেশ মাফিয়া চক্রের বিরুদ্ধে ডি.ওয়াই.এফ.আই এর এই উদ্যোগ। তারা প্রত্যেক সংস্থাকে গাছ দিয়ে অনুরোধ করেছে এই গাছ লাগিয়ে বড় করে পরিবেশ রক্ষার তাদের এই লড়াইয়ে সঙ্গে থাকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments