সংবাদদাতা,আসানসোলঃ– সালানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খুদিকা প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে গত ২০ আগস্ট থেকে শুরু হয়েছে মিনি গোল লিগ ফুটবল টুর্নামেন্ট। যার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হল গতকাল, কুলটি বেস্ট চয়েস বনাম খুদিকা নেতাজী সংঘের মধ্যে। ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে নেতাজী সংঘ। টুর্নামেন্টে পুরস্কার রূপে নেতাজী সংঘকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ সাড়ে চার হাজার টাকা এবং ফাইনালে পরাজিত দল বেস্ট চয়েসকে দ্বিতীয় পুরস্কার রূপে একটি কাপ ও নগদ সাড়ে তিন হাজার টাকা দেওয়া হয়।
এদিন ফাইনাল খেলায় প্রধান অতিথি রূপে উপস্থিত হন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ তৃণমূল নেতা ভোলা সিং,ফুচু বাউরি,রাজীব গরাই এবং সালানপুর পঞ্চায়েতের উপ প্রধান সোমনাথ চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা। এদিন খেলা শুরুর আগে মেয়র সহ প্রধান অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠে গিয়ে সাক্ষাৎ করেন এবং তাদের মনোবল বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানান।
অন্যদিকে বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এদিন বলেন, সমস্ত ক্লাবের উচিত একটি করে এমন সুন্দর খেলার আয়োজন করার। কারণ যুব সমাজ যতো মাঠে খেলাধূলা করবে ততোই মোবাইল ফোন থেকে দূরে থাকবে। আর এই খোলার আয়োজনের ক্ষেত্রে ক্লাবগুলির পাশে থাকার ও সবরকম সাহায্য়ের আশ্বাসও দেন তিনি।