সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল এক ইসিএল কর্মীর। ঘটনা আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সামডি ক্যাম্প এলাকার। মৃত ব্যক্তির নাম নির্মল রুইদাস, বয়স ৪৫ বছর।
মৃতের পরিবার সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতোই রবিবার দুপুরেও নির্মল রুইদাস বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন। কিন্তু বেশকিছু সময় পরেও তিনি বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করেন বাড়ির লোকজন। কিছুক্ষণের মধ্যেই ওই পুকুরে নির্মল রুইদাসের দেহ ভাসতে দেখেন তাঁরা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। সামডি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং ইসিএলকর্মীর দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ইসিএল কর্মী মৃত বলে নিশ্চিত করেন।
মৃতের ভাই মনোজ রুইদাস জানান,তাঁর দাদা সাঁতার জানতেন না। তাঁদের অনুমান স্নান করতে নেমে কোনোভাবে জলে তলিয়ে যান ওই ইসিএল কর্মী ও তার জেরেই মৃত্যু হয়। অন্যদিকে গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।