eaibanglai
Homeএই বাংলায়অনুষ্ঠিত হল স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

অনুষ্ঠিত হল স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

সন্তোষ কুমার মম্ডল,আসানসোলঃ- তৃতীয় বৎসরের স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার সালানপুরের লেফ্ট ব্যাংক ময়দানে। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট।

এবছর ১১টি পঞ্চায়েত এবং একটি স্থানীয় দলকে নিয়ে টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছিলো। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় আল্লাডি পঞ্চায়েত বনাম কল্যা পঞ্চায়েতের মধ্যে এবং জয়ী হয় কল্যা পঞ্চায়েত। জয়ী দলকে নগদ ৫০হাজার টাকা ও কাপ প্রদান করা হয় এবং পরাজিত দলকে ৪০হাজার টাকা ও কাপ প্রদান করা হয়। তাছাড়াও দুই দলের প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।

তিনদিন ব্যাপী অনুষ্ঠিত নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার দিনে খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত হয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী সহ মডেল সোনামনি সাহা,অন্তরা পাল ও অপর্ণা দে।তাঁরা এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে, ময়দানে গিয়ে খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করে তাদের মনোবল বৃদ্ধি করেন। পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে শাস্তির বার্তা দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা মুকুল উপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী। পাশাপাশি এদিন ময়দানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায়,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরো অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments