সংবাদদাতা,আসানসোলঃ- তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দলের তরফে রাজ্যজুড়ে চলছে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে এদিন আসানসোলের সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
এদিন অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় কেক কেটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার যুব নেতা মুকুল উপাধ্যায়,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং,ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি,ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগ,ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অপর্ণা রায় সহ আরো অনেকে।
এদিন যুবনেতা মুকুল উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন উপলক্ষে সালানপুর ব্লকের মধ্যে অবস্থিত রূপনারায়নপুর হিন্দুস্থান কেবেলসের বৃদ্ধাশ্রমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শান্তিনগর রামচন্দ্রপুর গ্রামের ফল মিষ্টি বিতরণ এবং মিশনারি অফ চ্যারিটিতে কুষ্ঠ রোগীদের মধ্যে ফল মিষ্টি ও কেক বিতরণ করা হয়।