eaibanglai
Homeএই বাংলায়'জলজীবন মিশন' প্রকল্পের জলের পাইপ লাইন বসাতে গিয়ে দুর্ঘটনা

‘জলজীবন মিশন’ প্রকল্পের জলের পাইপ লাইন বসাতে গিয়ে দুর্ঘটনা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ‘জলজীবন মিশন’ প্রকল্পের জলের পাইপ লাইন বসাতে গিয়ে বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের। গুরুতর জখম আরও এক। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর গ্রাম পঞ্চায়েতের ডামালিয়া এলাকায়। মৃত তিন শ্রমিকের নাম রাজ্জাক শেখ (২০), রোহিত শেখ (১৮)। দুজনেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা। অন্যজন আসানসোলের কুলটি থানার নিউ রোডের বাসিন্দা, নীতিশ পাসোয়ান (৪৫)।

জাান গেছে গত ১০/১২ দিন ধরে রাজ্য সরকারের ‘জলজীবন মিশন’ প্রকল্পের জন্য মাটির নিচে জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। পিএইচই বা রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে ওই কাজ করছিল একটি ঠিকাদারী সংস্থার কর্মীরা। বিশালাকার গর্ত খুঁড়ে পাশেই জড়ো করে রাখা হয়েছিল সেই মাটি। এদিন ওই গর্তে নেমে কাজ করছিলেন চার শ্রমিক। সেই সময় আচমকাই গর্তের পাশে জড়ো করে রাখা মাটি ধসে পড়ে। সেই মাটিতে চাপা পড়ে যান চারজনই। জেসিবি মেশিন দিয়ে মাটি সরিয়ে চারজনকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় পিঠাইকেয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা করে তিন জন শ্রমিককেই মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে সামসুর শেখ নামে অপর এক শ্রমিকের।

পরে ঘটনার খবর পেয়ে পিএইচই দপ্তরের আধিকারিক ও সালানপুর থানার পুলিশ এলাকায় পৌঁছয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সালানপুর থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments