সংবাদদাতা,আসানসোলঃ– দিনেদুপুরে লোকালয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার হার ছিনতাইয়ের চেষ্টা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার রূপনারায়াণপুর ফাঁড়ির অন্তর্গত কল্যাণগ্রাম এলাকায়।
জানা গেছে শুক্রবার বিকেল পাঁচটার নাগাদ কল্যাণগ্রাম-৫ এর রাস্তায় কয়েকজন বৃদ্ধা মহিলা বসে গল্প করছিলেন। সেইসময় তিন যুবক মোটর বাইকে করে এসে শিপ্রা দাস নামক বৃদ্ধা মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গলার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সঙ্গে থাকা মহিলারা চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা ভয়ে পালিয়ে যায়।
এদিকে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে লোকালয়ে ঘুরে বেড়ানো ও ছিনতাইয়ের চেষ্টা নিয়ে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। যদিও রূপনারায়াণপুর ফাঁড়ির পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ ক্ষতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে।
অন্যদিকে ঘটনা প্রসঙ্গে জিৎপুর উত্তরামপুর উপ প্রধান সুরজিৎ মোদক বলেন, “আজ পর্যন্ত এই পঞ্চায়েত এলাকায় এই ধরণের ঘটনা ঘটেনি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। তাও নিজেদের সুরক্ষার জন্য পঞ্চায়েত থেকে কল্যানগ্রাম-৫ ও ৬ এর মোড়ের মাথায় সিসিটিভি লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”





