eaibanglai
Homeএই বাংলায়সালানপুরে যুব তৃণমূলের বাইক মিছিল

সালানপুরে যুব তৃণমূলের বাইক মিছিল

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: প্রতিবছর ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার ধর্মতলায় পালিত হয় ‘অমর শহীদ দিবস’। আগামী দিনে দল কোন পথে চলবে সেই বিষয়ে ওই দিন দলনেত্রী দলের সমস্ত স্তরের কর্মীদের দিশা দেখান। দিনটি সফল করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে সমস্ত স্তরের নেতা-কর্মীরা শুরু করেছে ব্যাপক প্রচার। গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে একটানা বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করে সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মোটরবাইক মিছিলের আয়োজন করা হয়। যদিও মোটরবাইক আরোহীদের মাথায় হেলমেট না থাকায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

রঙিন পতাকা, ব্যানার এবং দলীয় স্লোগানে মুখরিত মিছিলটি শুরু হয় স্থানীয় লেফ্ট ব্যাংক সংলগ্ন এলাকা থেকে ও শেষ হয় দেন্দুয়া মোড়ে। মিছিলে মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের পাশাপাশি তারা অটো ও টোটোতে চেপে এই মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলে অংশ নেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী ও ব্লক যুব সভাপতি শচীন নাগ সহ ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে দেন্দুয়া মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে দলীয় কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তার জন্য তাদের ভূয়সী প্রশংসা করে দলীয় নেতৃবৃন্দ ‘২১ শে জুলাই’ দিনটি কেন তৃণমূল কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ তার তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সকল স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে ধর্মতলার জনসভায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments