সন্তোষ কুমার মণ্ডল,আসানসলোঃ- আসানসোলের সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যাবস্থাপনায় তৃতীয় বর্ষের দুদিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় জয়লাভ করল সাইন ক্লাব।
আমঝরিয়া মুক্তিধাম ময়দানে অনুষ্ঠিত হয় দুদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টর। মোট ১৬টি দল এই টুর্নামেন্টে মোট অংশ গ্রহণ করেছিল। রবিবার অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। যেখানে সাইন ক্লাব-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শিরীষবেড়িয়া ক্লাব এবং সাইন ক্লাব জয় লাভ করে। ম্যাচ শেষে জয়ী ও রানার্স আপ দুই দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও কাপ। এছাড়াও পুরস্কৃত করা হয় ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ সহ সমস্ত খেলোয়াড়কে।
এদিনের ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায়,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগ, কাজল গোস্বামী,গৌতম নাথ,পিন্টু বাউরি,গোপাল দাস,ভোলা সূত্রধর সহ সহ বিশিষ্টজনেরা।
এদিন যুবনেতা মুকুল উপাধ্যায় বলেন, “জেমারী বাসুদেবপুর এলাকায় প্রচুর যুব খেলোয়াড় রয়েছেন, যাদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই জেমারী বাসুদেবপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্যদের, এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য। আগামী দিনে সমস্ত আঞ্চলিক কমিটির উচিত যুবকদের খেলাধূলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন একটি করে টুর্নামেন্টের আয়োজন করা।”





