eaibanglai
Homeএই বাংলায়সালানপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা স্থানীয় তৃণমূল নেতৃত্বের

সালানপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা স্থানীয় তৃণমূল নেতৃত্বের

সংবাদদাতা,আসানসোলঃ– আজ সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের পাশাপাশি আসানসোল মহকুমাতেও পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। এদিন আসানসোল মহকুমার সালানপুর ব্লকের ৪টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ১৩৭৪জন মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাল ব্লক তৃণমূল কংগ্রেস। পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পেন,ফুল ও জলের বোতল। এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, ব্লকের সভানেত্রী অপর্ণা রায়, তৃণমূল কংগ্রেস নেতা আশুতোষ তেওয়ারী সহ আরো অনেকে। পাশাপাশি সালানপুর থানার রূপনারায়াণপুর ফাঁড়ির পুলিশের তরফে আগত সমস্ত ছাত্রছাত্রীদের হাতে পেন তুলে দেওয়া হয়। এছাড়াও অভিভাবকদের জন্য পরীক্ষাকেন্দ্রের বাইরে পানীয় জলের ব্যাবস্থা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

এদিন তৃণমূল নেতা ভোলা সিং জানান, বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশমত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্লকের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের হাতে ফুল, পেন ও জলের বোতল তুলে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পঞ্চায়েতে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য অটো টোটোর ব্যাবস্থা করা হয়েছে। এমনকি পরীক্ষার্থী ও অভিভাবকরা যে কোনো রকম সমস্যায় পড়লে তাদের সাহায্য়ে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments