eaibanglai
Homeএই বাংলায়মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এবার আসানসোলে তৎপর পিএইচই দপ্তর

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এবার আসানসোলে তৎপর পিএইচই দপ্তর

সংবাদদাতা,আসানসোলঃ– মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এবার অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করতে উদ্যোগী হল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। শুক্রবার সকাল থেকে আসানসোলের সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় অবৈধ জলের সংযোগ কাটতে চলল অভিযান। অভিযানে সঙ্গে ছিল ব্লক ও স্থানীয় পুলিশ প্রশাসন।

এদিন সালানপুর এলাকার একাধিক কারখানা, হোটেল, পেট্রোল পাম্প, গ্যারেজ সহ বিভিন্ন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু হয়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু জানান, পানীয় জলের সংযোগ বিছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগকারীদের জরিমানাও করা হবে।

প্রসঙ্গত রাজ্য সরকারের উদ্যোগে সালানপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হলেও অভিযোগ জলের সমস্যা মেটেনি এলাকায়। জলের কল থাকলেও বহু বাড়িতেই সেই কল থেকে জল পড়েনা। অভিযোগ এলাকায় ব্যাপক হারে জল চুরির জন্য এই সমস্যা দেখা দিচ্ছে।

বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জলচুরি বড় বাধা বলে মনে করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। অভিযোগ রাস্তার পাইপ লাইন ফাটিয়ে শুধু বাড়ি নয়, অবৈধ ভাবে সংযোগ নেওয়া হচ্ছে বাণিজ্যিক ভবন, গ্যারাজ, রাস্তার ধারে হোটেল, খাবারের দোকানেও।

প্রসঙ্গত উল্লেখ্য গত মঙ্গলবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজের হাল হকিকত খতিয়ে দেখতে নবান্নে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কর্তা ও মুখ্যসচিব মনোজ পন্থের উপস্থিতিতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন শুধু পানীয় জলের পাইপ লাইন বসালেই হবে না। প্রতিটি বাড়িতে যেন জল পৌঁছয়, সেটাও দেখতে হবে। এটা প্রশাসনের দায়বদ্ধতার মধ্যে পড়ে।

প্রশাসন সূত্রের খবর, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্যের। সব মিলিয়ে ১ কোটি ৭৭ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যজুড়ে সেই কাজ চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments