সংবাদদাতা, দুর্গাপুর:- রবীন্দ্রনাথের গানের প্রবাদপ্রতিম দুই শিল্পী সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা তথা দেশের কালজয়ী গীতিকার-সুরস্রষ্টা সলিল চৌধুরীর জন্মশতবর্ষে তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হলো মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মাধ্যমে। দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি অফ কালচারের সভাগৃহে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় “উড়ান” সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথম সন্ধ্যায় সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন তথ্য ও সংস্কৃতি বিভাগীয় আধিকারিক (আসানসোল মহকুমা) নরেন্দ্রনাথ দত্ত, চিলড্রেন্স একাডেমির সম্পাদিকা মীনা ভট্টাচার্য্য, স্বনামধন্য সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী প্রমুখ। সলিল চৌধুরীর সৃষ্ট গানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান-সুব্রত মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা লাহা, আনন্দিতা রায়, সৌমী বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ শ্রীবাস্তব, সোমনাথ বন্দ্যোপাধ্যায় এবং ‘উড়ান’ এর সভ্য-সভ্যাবৃন্দ। দ্বিতীয় দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন- মালা দেব বর্মন, শিখা পাল, ঋতুকণা ভৌমিক, মধুমিতা মিত্র, সুদীপ্তা জানা ,অশেষ মিত্র আত্রেয়ী ঘোষ, সোমা মৈত্র, পর্ণা মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সরকার, প্রমুখ- তাঁদের সুনির্বাচিত গানের মাধ্যমে। দ্বিতীয় সন্ধ্যায় উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন – উচ্চাঙ্গ সংগীত আচার্য্য বিমল মিত্র, রাজ্যসভার প্রাক্তন সাংসদ জীবন বিহারী রায় সহ আরো অনেকে। দুই সন্ধ্যায় উপস্থিত বিশিষ্টজনদের ‘উড়ান’ এর পক্ষ থেকে সংবর্দ্ধিত করা হয়। ছিল উড়ানের সভ্য-সভ্যাবৃন্দ পরিবেশিত নৃত্যানুষ্ঠানও। উভয় সন্ধ্যায় সঞ্চালকের ভূমিকা পালন করেন- রাজশেখর, কাকলি দাশগুপ্ত প্রমুখ।