eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি

দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তীব্র শীত এবং সামাজিক দায়িত্ববোধ অনুধাবন করে, দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটি আবারও মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনের প্রাক্তন সভাপতি প্রয়াত সন্তোষ রায়ের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ৫০ জনেরও বেশি অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটি এক অনন্য উপায়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। শহরজুড়ে ঘুরে, অভাবীদের চিহ্নিত করা হয়েছিল এবং তাদের কম্বল সরবরাহ করা হয়। এই অভিযানটি হোস্টেল অ্যাভিনিউ মার্কেটে শেষ হয়, যেখানে আনন্দ বিহার, পাওয়ার হাউস এবং হোস্টেল অ্যাভিনিউ বস্তির কয়েক ডজন পরিবারকে তীব্র ঠান্ডা থেকে মুক্তি দেওয়ার জন্য কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কর্মসূচিটি মূলত ৮ নম্বর ওয়ার্ডের সমাজসেবক বলাই দে এবং সমাজসেবক পরশ কুশওয়াহা দ্বারা সম্পন্ন হয়। অতিথিরা সংগঠনের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, মানবতার সেবাই ঈশ্বরের সেবা। কম্বল পাওয়ার পর দরিদ্র ও অসহায়দের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। অমিত রাই, ওমপ্রকাশ বিশ্বকর্মা, ভিকি সিং, কৃষ্ণ রাই, অমিত চৌধুরী, ছটকা দাস, মনোজ রাজাক, অমিতাভ দত্ত এবং উদয় প্রসাদ অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক আমান রাই, লক্ষ্মণ পণ্ডিত এবং অঙ্কুশ রাই সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুর সম্মান ওয়েলফেয়ার সোসাইটি সীমিত সম্পদ সত্ত্বেও সামাজিক কাজে নিরন্তর সক্রিয় রয়েছে। সম্প্রতি, সংগঠনটি “এক শাম শহীদোঁ কে নাম” নামে একটি জমকালো কবি সম্মেলন সফলভাবে আয়োজন করেছে। এছাড়াও, সংগঠনটি পর্যায়ক্রমে নিম্নলিখিত বিষয়গুলি আয়োজন করে: পোশাক এবং স্টেশনারি বিতরণ, বিনামূল্যে চিকিৎসা শিবির, বৃক্ষরোপণ, ও পরিচ্ছন্নতা অভিযান। জনসচেতনতা মূলক কর্মসূচির মতো মানবিক কাজের মাধ্যমে এটি জনসাধারণের মধ্যে একটি বিশেষ পরিচয় এবং জনপ্রিয়তা লাভ করেছে। প্রয়াত সন্তোষ রাইয়ের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এই কম্বল বিতরণ কর্মসূচি কেবল একটি দান নয় বরং সমাজের তলানিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রতীক। সমাজের এই নিঃস্বার্থ প্রচেষ্টা প্রমাণ করেছে যে, সৎ উদ্দেশ্য নিয়ে করা একটি ছোট প্রচেষ্টাও সমাজে বড় পরিবর্তন আনতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments