সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া সদর থানার শংকর হাটি এলাকায় রেলওয়ে ওভার ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে গেল ওভারলোড বালি বোঝাই একটি ট্রাক। রানীগঞ্জ থেকে খড়গপুর যাওয়ার এনএইচ সিক্সটি ওপর বাঁকুড়া সদর থানার শংকরহাতি এলাকায় রেলওয়ে ওভার ব্রিজ ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে বালিবোঝাই ওভার লোড ট্রাক উল্টে গেল। এই দুর্ঘটনায় আহত হয় তিন জন। তড়িঘড়ি স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকার মানুষের অভিযোগ এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত বালি বোঝাই ওভারলোড গাড়ি চলাচল করে অবিলম্বে এই সব বন্ধ করতে হবে। প্রায়শই এই ব্রিজে এই ধরনের দুর্ঘটনা এই কারণেই হয়ে থাকে।











