সংবাদদাতা, বাঁকুড়াঃ- গঙ্গাজলঘাটি থানার নামোপাড়া যুব সংঘের সরস্বতী পুজোতে প্রতিবছরই থিমের চমক থাকে। এবছরও তার অন্যথা হয়নি। তবে এ বছর তাদের থিম “বৈচিত্রের মধ্যে ঐক্য”। যেখানে শুধুমাত্র থিম এর মধ্যে চমক রয়েছে তা নয় প্রতিমা তৈরীতে অভিনবত্ব চোখে পড়েছে দর্শনার্থীদের। গঙ্গাজলঘাটি ব্লকের প্রাচীন ঐতিহ্য সম্পন্ন জায়গাগুলোকে যেমন গুরুত্বপূর্ণ মন্দির থানার মত বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে এবারের বৈচিত্রের মধ্যে ওই ঐক্য থিমের মধ্য দিয়ে। এছাড়াও এবার যে প্রতিমা তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ কয়েন দিয়ে তৈরি। যেখানে দুই টাকা, এক টাক্ পাঁচ টাকা, দশ টাকা সমস্ত ধরনের কয়েন রয়েছে। এই পুজো এবার গঙ্গাজলঘাটি ব্লকের দর্শনার্থীদের নজর কেড়েছে।